একটা লাইন নিয়েছেন কিন্তু আপনি যেখান থেকে ইন্টারনেট চালাতে চাচ্ছেন সেখানে ইন্টারনেট বা সিগ্নানাল পাচ্ছেন না, বা আপনি দূরে কন ডিভাইস কে কানেকশন দিতে চাচ্ছেন কিন্তু আপনার প্রাইমারি রাউটার Primary Router দিয়ে তা সম্ভব হচ্ছেনা, একখন প্রশ্ন হচ্ছে আপনি রিপিটার Repeater ব্যাবহার করবেন না কি আরেকটি রাউটার তার দিয়ে সাব রাউটার Sub-Router লাগাবেন? এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো,
আপনার পরিবেশটা যদি এমন হয় আপনার ডিভাইস এ প্রাইমারি রাউটার থেকে অল্প রেঞ্জ পায় সেক্ষেত্রে আপনি রিপিটার ব্যাবহার করতে পারেন তবে রিপিটার টা এমন জায়গায় রাখার চেষ্টা করবেন সাথে রাউটার ও আপনার ডিভাইসের মাঝখানে হয় যেখানে রিপিটার রাউটার এর বেশি সিগ্নাল পায়,
জায়গাটা যদি এমন হয় যেখানে প্রাইমারি রাউটার থেকে আপনার ডিভাইসে কোন প্রকার রেঞ্জই পায় না তবে আপনার তারের মাধ্যমে আরেক্টি রাউটার সংযোগ করতে হবে
নোটঃ সাব রাউটারে ইন্টারনেট এর স্পীড বেশি পাবেন এবং পিং কম থাকবে